বিক্ষোভ-সংঘাত দমাতে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ কয়েকঘণ্টার জন্য তুলে নেয়া হলে অসংখ্য মানুষকে বাসে করে শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো ছাড়তে দেখা গেছে।
ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। গত সোমবার ওই বিক্ষোভ রীতিমত সংঘাতের রূপ নেয়। যাতে এখন পর্যন্ত নয় জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়েছেন মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভকারীরা তার ভাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগও দাবি করছেন।