যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগ দিতে ফিনল্যান্ডের অবিলম্বে আবেদন করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও প্রধানমন্ত্রী সান্না মারিন।
বৃহস্পতিবার তাদের এ ঘোষণার মধ্য দিয়ে ওই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তনের আভাস মিলল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে খারকিভ অঞ্চলে ইউক্রেইনের বাহিনী রুশ সেনাদের দখলে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাদের অগ্রগতি রুখতে রুশ বাহিনীও সীমান্তবর্তী ওই অঞ্চলের কিছু এলাকায় শক্তি বৃদ্ধি করছে।
রাশিয়ার সঙ্গে এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত থাকা ফিনল্যান্ড তার পূর্বাঞ্চলীয় বৃহৎ প্রতিবেশীর সঙ্গে আগেও কয়েকদফা যুদ্ধে জড়িয়েছিল; রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হেলসিঙ্কির সঙ্গে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (নেটো) দহরম-মহরম বাড়তে দেখা যায়।