ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন আমন্ত্রিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।