বলিউডের এ প্রজন্মের তারকা জাহ্নবি কাপুর। তার মা ছিলেন রূপের রানি খ্যাত শ্রীদেবী। মায়ের পথ ধরে তিনিও এসেছেন রুপালি ভুবনে। আর গড়ে নিচ্ছেন নিজের ভুবন। ইতোমধ্যে গ্ল্যামার ও অভিনয় দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন জাহ্নবি।
পেশাগত কাজের পাশাপাশি জাহ্নবির ব্যক্তিগত জীবন নিয়েও এখন সমান চর্চা হয়। গুঞ্জন শোনা যায়, প্রেম করছেন তিনি। ওরহান আওয়াত্রামানি নামের এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক।