You have reached your daily news limit

Please log in to continue


চ্যারিটি ইভেন্ট থেকে ফ্যাশনের আঁতুড়ঘর: মেট গালার উত্থানের গল্প

প্রতিবছর মে মাসের প্রথম সোমবার, সবার নজর থাকে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে। তারকারা কীভাবে মাতিয়ে তুলবেন মেট গালার লালগালিচা। বর্তমান সময়ে ফ্যাশনের সবচেয়ে বড় আর জমকালো আয়োজনগুলোর অন্যতম এই মেট গালা।

মেট গালায় নজর কাড়তে চান না, হেন তারকা খুঁজে পাওয়া ভার। অথচ আদিতে এই ফ্যাশন ইভেন্টটি ছিল ‘চ্যারিটি ইভেন্ট’। তখন ৫০ ডলারের বিনিময়ে লালগালিচায় হাঁটতে পারতেন যে কেউ, যোগ দিতে পারতেন ডিনারে। আজ সেখানে প্রবেশমূল্য ৩৫ হাজার ডলার বা ৩০ লাখ ২৫ হাজার টাকা। আর ডিনার? সেটা শুধু তারকাদের জন্য বরাদ্দ। চ্যারিটি ফ্যাশন ইভেন্ট থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ইভেন্ট; মেট গালার উত্থানের পেছনের গল্পটা কম রোমাঞ্চকর নয়।

মেট গালার সূচনা হয় ফ্যাশন পাবলিসিস্ট এলেনর ল্যাম্বার্টের হাত ধরে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত কস্টিউম ইনস্টিটিউট ছিল নতুন-পুরোনো কস্টিউমের আঁতুড়ঘর। নতুন ডিজাইনের প্রেরণা খুঁজতে এখানে আসতেন নিউইয়র্কের বড় বড় থিয়েটারের ডিজাইনাররা। মেধাবী, পরিশ্রমী ডিজাইনাররা যখন এক জায়গাতেই আসছেন, তখন তাঁদের এক ছাতার নিচে আনলে কেমন হয়? সে পরিকল্পনা থেকে শুরু হয় ‘মেট গালা’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন