লক্ষ্যটা খুব বড় ছিল না। প্রথম দল হিসেবে প্লে-অফে যেতে লখনৌ সুপার জায়ান্টসকে করতে হতো ১৪৫ রান। কিন্তু গুজরাট টাইটান্সের বোলিং তোপে ১৩.৫ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে গেলো লখনৌ। ফলে ৬২ রানের সহজ জয়ে প্লে-অফের টিকিট পেয়েছে গুজরাট।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে গুজরাট। যা অনেক বেশি প্রমাণিত হয় লখনৌয়ের জন্য। রশিদ খান ও সাঁই কিশোরের ঘূর্ণিতে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয়েছে লোকেশ রাহুলের দল।