রেস্টুরেন্টের প্লেট ভর্তি সাজানো খাবার আমাদের আকৃষ্ট করে। সুযোগ পেলেই আমরা এসব খাবারে মজি। তবে জীবনযাপনের অংশ বানিয়ে ফেলা এসব খাবার কিন্তু আদতে আপনার ক্ষতিই করছে। জেনে নিন কোন কোন খাবার এড়িয়ে চললে রোগব্যাধি থেকে দূরে থাকা যাবে।
ফ্রেঞ্চ ফ্রাই
রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করি আমরা কমবেশি সবাই। এটি কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রচুর পরিমাণে ট্র্যান্স ফ্যাট এবং ক্যালোরি রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ে। অতিরিক্ত খেলে এটি হৃদরোগের কারণ।
কোল্ড ড্রিংক ও বাড়তি চিনি দেওয়া জুস
নিয়মিত কোল্ড ড্রিংক খেলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া মেদ বাড়িয়ে নানা শারীরিক জটিলতার কারণও কোল্ড ড্রিংক। সোডা, কোল্ড ড্রিংক ও বাড়তি চিনি মেশানো জুস খেলে দাঁত ক্ষয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
সসেজ
বিভিন্ন ফাস্ট ফুডে সসেজ দেওয়া হয়। এতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাটসহ নানা ধরনের ক্ষতিকর উপাদান। এই ধরনের প্রসেসড মিট খেলে তাই বাড়ে অসুস্থতার ঝুঁকি।