কুমিল্লার লাকসামে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কমপক্ষে ৫০ জন ডায়রিয়া রোগী ভর্তি হন। এ ছাড়া উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি ক্লিনিকগুলোতে প্রথমিক চিকিৎসা নেন প্রায় অর্ধ শতাধিক রোগী। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আকস্মিকভাবে ডায়রিয়া প্রকোপ বেড়ে গেছে।
রবিবার (৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা প্রথমিক চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত ও ভর্তিকৃতদের মধ্যে বেশির ভাগই শিশু। লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, ডায়রিয়া প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এখন প্রচণ্ড গরম। তাছাড়া খাবার গ্রহণের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে।