শ্বসনতন্ত্র ও ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগে গ্রামাঞ্চলে মৃত্যু বেশি

বণিক বার্তা প্রকাশিত: ০৭ মে ২০২২, ১০:১৪

দেশে মৃতদের মধ্যে শতকরা চারজন অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা যান। শ্বাসনালির দীর্ঘস্থায়ী প্রদাহজনিত এ রোগে মৃত্যুর সঠিক কারণ পরিপূর্ণভাবে জানা যায়নি। মানুষের শ্বাসনালি ধুলাবালির সংস্পর্শে আসার কারণে শ্বাসকষ্টের উদ্রেক হওয়াকে অ্যাজমা বলা হয়। অসংক্রামক এ রোগের কারণে শহরের চেয়ে গ্রামাঞ্চলে মৃত্যু বেশি হয়। শুধু অ্যাজমা নয়, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণসহ শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগে শহরাঞ্চলের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি—এমন তথ্য উঠে এসেছে সরকারি পরিসংখ্যানে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মূলত অপরিকল্পিতভাবে গ্রামাঞ্চলকে শহরাঞ্চলের দিকে ঠেলে দেয়া, তৃণমূলের চিকিৎসা অবকাঠামোর দুর্বলতা, চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে অসমতা ও অবহেলার কারণে গ্রামাঞ্চলে শ্বসনতন্ত্র ও ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগে মৃত্যু বেশি।


প্রতি বছর বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগসহ নানা কারণে শহর ও গ্রামের মানুষের মৃত্যু হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূলত মৃত্যুর কারণ হিসেবে ১৫ রোগে বার্ষিক স্থূল মৃত্যুহার প্রকাশ করে। সংস্থাটির সর্বশেষ প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২০’ বলছে, দেশে প্রতি এক হাজার জনসংখ্যার মধ্যে ৫ দশমিক ১ জনের মৃত্যু হয় ওই ১৫টি কারণে। তবে এর মধ্যে শহরের চেয়ে গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি। বছরে প্রতি হাজারের মধ্যে ৫ দশমিক ২ জন গ্রামাঞ্চলের আর ৪ দশমিক ৯ জন শহরাঞ্চলের বাসিন্দা।


বিবিএস বলছে, হার্ট অ্যাটাক, হূদরোগ, মস্তিষ্কের রক্তক্ষরণ, শ্বসনতন্ত্রের রোগ, নিউমোনিয়া, অ্যাজমা, লিভার ক্যান্সার, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, সাধারণ সর্দি-জ্বর, ডায়াবেটিস, ব্লাড ক্যান্সার, পক্ষাঘাত, সড়ক দুর্ঘটনা ও অন্যান্য কারণে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে ৫ দশমিক ১ জনের মৃত্যু হয়। তবে এসব কারণে শহরের চেয়ে গ্রামে মৃত্যু হয় বেশি। শতাংশের হিসাবে শ্বাসরোগে শতকরা নয়জনের বেশি মারা যান গ্রামের বাসিন্দা। আর শহরের বাসিন্দাদের মধ্যে এ রোগে মৃত্যু হয় আটজনের। প্রতি ১০০ জনের মধ্যে অ্যাজমায় পাঁচজন গ্রামের বাসিন্দার মৃত্যু হয়। আর শহরের বাসিন্দাদের মধ্যে তিনজন এ রোগের কারণে মারা যান। সংক্রামক রোগ নিউমোনিয়ায় গ্রামাঞ্চলে প্রতি ১০০ জনে পাঁচজনের বেশি ব্যক্তির মৃত্যু হলেও শহরে এ রোগে চারজনের মৃত্যু হয়। এছাড়া লিভার ক্যান্সার, উচ্চরক্তচাপ, সাধারণ জ্বর, ব্লাড ক্যান্সারে গ্রামের মানুষের মৃত্যুর হার বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us