সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি মাছের ঘেরে বাঘ দেখা গেছে; এতে আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের ইউপি সদস্য মো. আবুল হোসেন খানের মাছের ঘেরে বাঘটিকে বসে থাকতে দেখা গেছে। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।
শুক্রবার দুপুরে বন বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সবুর বলেন, “গ্রামে বাঘ ঢুকে পড়েছে এই সংবাদ পাওয়ার পর রাতেই বনকর্মী, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সেখানে গিয়েছে। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বাঘ খোঁজা হচ্ছে।”
“ওই এলাকার সব মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। লোকালয়ে দেখা গেলে বাঘটিকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”