মোবাইলে ফিরছে ফোর্টনাইট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মে ২০২২, ১৩:৩৮

আইওএস ও অ্যান্ড্রয়েড নির্ভর মোবাইল প্ল্যাটফর্মে ফিরছে জনপ্রিয় ভিডিও গেইম ফোর্টনাইট।


তবে মোবাইল ডিভাইসে গেইমটি বিনা খরচে খেলার সুযোগ পাবেন কেবল ‘এক্সবক্স ক্লাউড গেইমিং’ সেবার গ্রাহকরা।


ফোর্টনাইট নির্মাতা এপিক গেইমস এবং মাইক্রোসফট কর্পোরেশন গেইমটি নিয়ে নতুন অংশীদারিত্বের খবর জানিয়েছে বৃহস্পতিবার।


অ্যাপের অভ্যন্তরীণ লেনদেন নীতিমালা নিয়ে বিবাদের জেরে ২০২০ সালে অ্যাপ স্টোর থেকে গেইমটি মুছে দিয়েছিল অ্যাপল ও গুগল।


রয়টার্স জানিয়েছে, নির্মাতা এপিক গেইমসের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্কের উন্নতি হওয়ায় এখন পিসি গেইমাররা নিজস্ব ডিভাইসের ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে গেইমটি স্ট্রিম করতে পারবেন।


গত কয়েক বছর ধরে গেইমিং বাজারে প্রতিদ্বন্দ্বী সনির বিপরীতে শক্ত অবস্থান গড়ার চেষ্টা বাড়িয়েছে মাইক্রোসফট। এ বছরের শুরুতেই ছয় হাজার ৮৭০ কোটি ডলারে ‘কল অফ ডিউটি’ নির্মাতা ‘অ্যাকটিভিশন ব্লিজার্ড’ কেনার ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us