You have reached your daily news limit

Please log in to continue


লম্বা ছুটিতে জাহাজজট চট্টগ্রাম বন্দরে

ঈদের লম্বা ছুটি শুরু হয়েছে ১ মে। ছুটির সঙ্গে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সারিও লম্বা হচ্ছে। ঈদের পরদিন গতকাল বুধবার জেটিতে ভেড়ানোর অপেক্ষায় বহির্নোঙরে কনটেইনার জাহাজের সংখ্যা ১৭-তে উন্নীত হয়েছে।

জট হলে জাহাজ জেটিতে ভেড়ানোর জন্য অপেক্ষার সময় বেড়ে যায়। তাতে পণ্য হাতে পেতে দেরি হয়। ঈদের পর এখনো কারখানা খোলেনি। তাতে এখনই খুব সমস্যা হচ্ছে না। তবে জট দ্রুত না কমলে পণ্য হাতে পেতে দেরি হওয়ার প্রভাব পড়বে শিল্প খাতে।

বন্দর ও শিপিং এজেন্টস কর্মকর্তারা বলছেন, প্রতিবছর ঈদের সময় বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বেড়ে যায়। স্বাভাবিক হতে দেড়-দুই সপ্তাহের মতো সময় লাগে। এবারও দুই সপ্তাহের মধ্যে জাহাজের সংখ্যা কমে আসবে বলে জানান তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন