রিয়ালকে পেয়েই সালাহর হুঁশিয়ারি, ‘কিছু হিসাব-নিকাশ বাকি আছে’

প্রথম আলো প্রকাশিত: ০৫ মে ২০২২, ১০:১২

একদিক থেকে দেখলে তাঁর এই মুহূর্তে চাওয়া পূরণের আনন্দ হওয়ার কথা! কিন্তু মো সালাহর সেদিকে তাকানোর বুঝি সময় আর ইচ্ছা কোনোটিই নেই।


চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে চেয়েছিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড, তাঁর সেই ইচ্ছা কাল পূরণ হয়েছে। কিন্তু ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এল সালাহর হুমকি - হিসাবনিকাশে তাঁর কিছু শোধ দেওয়ার বাকি।


আগের দিন ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুল এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে। গতকাল ম্যান সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ। আগামী ২৮ মে প্যারিসে ফাইনাল।


তা লিভারপুল ফাইনালে ওঠার পরই পরশু সালাহকে প্রশ্ন করা হয়েছিল, ফাইনালে কোন দলকে চান? সাধারণত খেলোয়াড়েরা এ ধরনের প্রশ্নে কোনো দলের নাম নির্দিষ্ট করে বলতে চান না, কিন্তু সালাহ ব্যতিক্রম।


পরশু প্রশ্নটার উত্তরে বললেন, ‘আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সত্যি বলতে, ম্যানচেস্টার সিটি খুব শক্ত দল। এ মৌসুমে তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি। তবে আমার ব্যক্তিগত ইচ্ছা জানতে চাইলে বলব, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us