শ্রেণিহীন আনন্দের আলপনা!

বাংলা ট্রিবিউন আহসান কবির প্রকাশিত: ০৪ মে ২০২২, ২১:২৯

ছয় বছরের এক শিশুর কাছে জানতে চেয়েছিলাম ঈদের মজা কোথায়? সে তার মায়ের মোবাইল এনে ট্রেন আর লঞ্চ বোঝাই  অসংখ্য মানুষের ঈদযাত্রার ছবি দেখিয়ে বললো– আমি ট্রেনের ছাদে চড়ে নানাবাড়ি যেতে চাই! আমি বললাম মাকে বলেছো? সে জানালো তার নানার বাড়ি বরিশাল। সেখানে নাকি ট্রেনলাইন নাই। তাই মা তার শখ পূরণ করতে পারেনি। এরপর সে কানে কানে বললো– মা কী মিথ্যে বলেছে?


মাঝে মাঝে ট্রেনের ছাদে চড়ে পথশিশুদের ভ্রমণ করতে দেখা যায়। এই ভ্রমণের ভেতর কী অনাবিল আনন্দ আছে? ঈদের সব আনন্দ কী শৈশবেই থেকে যায়? শৈশব থেকে পরিণত বয়সে পরিভ্রমণ করতে করতে আনন্দ কি রঙ হারাতে থাকে? সমস্যাসংকুল আফগানিস্তানের ঈদ উৎসবের একটা পর্ব ডিম ছোড়াছুড়িতে এসে পৌঁছায়! এই আনন্দের নাম ‘তাখখাম জাঙ্গি’। ‘তাখখাম জাঙ্গি’র শুরুতে একটা খোলা মাঠে অনেকেই সমবেত হয়। এরপর একজন আরেকজনের দিকে ‘সিদ্ধ ডিম’ ছুড়ে মারে। আফগানিস্তানের এক বিখ্যাত কবির কবিতার লাইন এমন– স্বাধীনচেতা আফগানদের বুলেট আর ডিমের অভাব হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us