বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিনামূল্যে বাংলাদেশকে ২০ হাজার কোটি টাকা মূল্যের টিকা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, 'পৃথিবীর মধ্যে যতগুলো দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে থেকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন পেয়েছে, তার মধ্যে বাংলাদেশ এক নম্বরে।'
মন্ত্রী আরও বলেন, 'তারা দেখেছে বাংলাদেশ ভ্যাকসিন দিতে পারে। সে সক্ষমতা আছে। ভ্যাকসিন নষ্ট করে নাই। ভ্যাকসিনকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে। যার মূল্য ২০ হাজার কোটি টাকারও বেশি হবে।'