You have reached your daily news limit

Please log in to continue


গাড়ি চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে তথ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন

নিজে চালকের আসনে বসে জিপগাড়ি চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রাম সুখ বিলাসসহ আশপাশের গ্রাম ঘুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

গতকাল মঙ্গলবার দুপুরের পর সহধর্মিণী নুরান ফাতেমাসহ তথ্যমন্ত্রী গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে ঈদ শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ।

এমরুল করিম রাশেদ জানান, মন্ত্রী গ্রামের বিভিন্ন মেঠোপথ ধরে মুরব্বিদের সঙ্গে ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার-পরিজন নিয়ে মন্ত্রী এ সময় সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। একপর্যায়ে গ্রামের হাটে একটি টি-স্টলে সহধর্মিণীসহ বসে বাল্যবন্ধু, দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়দের নিয়ে চা পান করেন।

এর আগে সকাল সাড়ে আটটায় সুখবিলাস ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চেয়ারম্যান আবু জাফর, তথ্যমন্ত্রীর বাল্যবন্ধু অনুপম বড়ুয়া, মো. নুনু, তাতু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন