ঈদের ছুটিতে গতি বেড়েছে পর্যটনে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ মে ২০২২, ১৭:১৫

ঈদের লম্বা ছুটি, নেই করোনাভাইরাস নিয়ে বিধিনিষেধ। দেশে-বিদেশে যাতায়াতেও নেই বাধা। গেলো দুই বছরের ‘বন্দি’দশা থেকে মুক্তি পেতে মানুষজন ছুটছেন ঘুরতে, দেশে-বিদেশে। এবার দেশের ভেতরে পর্যটন এলাকাগুলোতে কমপক্ষে ১০ লাখের বেশি মানুষ ভ্রমণ করবেন। আর দেশের বাইরে ন্যূনতম ৬ লাখ মানুষ এ সময়ে বেড়াতে যাবেন। সংশ্লিষ্টরা জানান, এবার পর্যটন খাতে প্রাণসঞ্চার হচ্ছে। তবে বিগত দুই বছরের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পর্যটনের সঙ্গে জড়িতরা।


ঈদের ছুটির আগে ২৯ ও ৩০ এপ্রিল ছিল শুক্র ও শনিবার। ১ মে রবিবার শ্রমিক দিবসে সরকারি ছুটি। এরপর ২ মে থেকে ৪ মে পর্যন্ত ঈদের ছুটি। ফলে এবারের ঈদে টানা ৬ দিনের ছুটি। ঈদের ছুটির পর ৫ মে বৃহস্পতিবার। তারপর ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ৫ মে একদিনের ছুটি পেলে টানা ৯ দিন ছুটি কাটানো যাবে। ফলে দীর্ঘ ছুটির সুযোগে ঘুরতে বেরিয়েছেন লাখ লাখ পর্যটক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us