পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়। অধিকাংশে তা চেষ্টাও হয়তো করেন। কিন্তু সকলে তা পারেন কি? অন্তত সাম্প্রতিক সমীক্ষা তেমন বলছে না।‘দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) এমনিতেই সর্ব ক্ষণ ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে নানা ধরনের সামাজিক বার্তা দিয়ে থাকে।
আর চালায় নিয়মিত সমীক্ষা।করোনা ছড়াতে শুরু করার পর থেকে সিডিসি-র সে সব তথ্য বিশেষ ভাবে গুরুত্ব পেতে শুরু করেছে। কারণ অতিমারি শিখিয়েছে, পরিচ্ছন্নতার দিকে নজর না দিয়ে উপায় নেই। তাই এ বার সিডিসি-ও আরও বেশি করে ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে সমীক্ষা চালাচ্ছে।