ইকবাল সোবহান চৌধুরীর মতে, সংঘাত, সন্ত্রাস এবং বৈরিতা চেয়ে সংলাপ অনেক ইতিবাচক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১১:৫৫
হ্যাপি আক্তার : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, রাজনীতিতে সংঘাত,সন্ত্রাস এবং বৈরিতা চেয়ে সংলাপ অনেক ইতিবাচক। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ‘আজকের বাংলাদেশ’ টকশোতে রোববার রাতে তিনি বলেন, অনেকেই ভেবেছিলেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংলাপ হবে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে বিস্মৃত করে তিনি একক সিদ্ধান্তে রাজনৈতিক সংলাপ শুরু করেন।আমাদের রাজনীতিতে তিনিই প্রথম সরকার প্রধান যিনি রাজনৈতিক সংলাপ শুরু করলেন। প্রায় ৭০টি রাজনৈতিক দলের সাথে তিনি সংলাপ করেছেন এবং তার সুফলও আমরা দেখেছি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন নিয়ে বির্তক থাকবে উল্লেখ করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, যারা নির্বাচনে জয়ী হবেন তারা একভাবে দেখবে আর যারা পরাজিত হবেন তারা আরেকভাবে বির্তকের সৃষ্টি করবেন, নির্বাচনের ধারাটিই এমনই।কিন্তু ২০১৪ সালের নির্বাচনকে যদি দেখি তাহলে তার যে তিক্ত অভিজ্ঞতা নির্বাচন বর্জন, নির্বাচনকে বানচাল করার জন্য অগ্নিসংযোগ এবং মানুষকে হত্যা করা আরো অনেক বিষয় আমরা দেখেছি। কিন্তু সেই তুলনায় একাদশ নির্বাচন একেবারেই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সকল দল নির্বাচন অংশগ্রহণ করেছে। আর অংশগ্রহণমূলক নির্বাচনের জন প্রধান উপাদানটি হলো সংলাপ। তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচনটি একতরফা হয়েছিলো। কিন্তু এবারের নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে। তবে বিএনপি’ ঐক্যফ্রন্ট একেবারেই অপ্রস্তুতভাবে নির্বাচন করেছেন এবং নির্বাচনে যে প্রতিযোগিতা ও প্রতিদ্ব›িদ্বতা তা থেকে তারা অনেক দূরে ছিলো। নির্বাচননে জয়ী হওয়ার চেয়ে প্রশ্নবিদ্ধ করাই তাদের মূল উদ্দেশ্য ছিলো।