২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আগেই। এর পরই ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করে জ্যাকুলিনকে। কিন্তু বেশ কয়েকবার এড়িয়ে যাওয়ার পরেই ইডির দপ্তরে হাজি হন অভিনেত্রী। সেখানেই সুকেশের দেওয়া কোটি কোটি টাকার উপহারের কথা স্বীকার করেন তিনি।
এরই ধারাবাহিকতায় সাত কোটি ২৭ লাখ রুপির (প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা) সম্পদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
চাঁদাবাজির টাকা দিয়েই জ্যাকুলিনকে সাত কোটি ১২ লাখ রুপির ফিক্সড ডিপোজিট করে দেন সুকেশ। সেই সঙ্গে সুকেশ তার ওয়েব-সিরিজ প্রকল্পের একটি স্ক্রিপ্ট লেখার জন্য অগ্রিম হিসাবে জ্যাকুলিনের পক্ষে একজন স্ক্রিপ্টরাইটারকে নগদ ১৫ লাখ রুপি দিয়েছিলেন। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে এই নগদ অর্থও সংযুক্ত রয়েছে।