সরকারি কাজে বাধা : সিরাজগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

এনটিভি প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ২১:২০

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার দুপুরে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 


মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনসুর ও শাওন, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির এবং যুবলীগের সদস্য সুমন, সানি ও সবুজ। 


পুলিশ জানায়, গত বুধবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার,যুগ্ম সম্পাদক জাকির, ছাত্রলীগ নেতা মনসুর ও শাওন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় উপজেলা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা প্রদান করেন। এই অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us