একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ আসছে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ২১:০৮

একসঙ্গে একাধিক ফোন অথবা একটি ফোন ও একটি ট্যাবলেটে হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এমনই একটি ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।


সম্প্রতি ডব্লিউএবিটাইনফোতে এমন একটি ফিচারের স্ক্রিনশট দেখানো হয়েছে হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণের। মূল ডিভাইসটির মাধ্যমে কোড স্ক্যান করে চালু করে নেওয়া যাবে অন্য ডিভাইসে।


ভার্জ জানায়, আগের বিটা সংস্করণের একটি ছবিতে দেখা গিয়েছিল সেখানে সাম্প্রতিক ম্যাসেজগুলোকে সিঙ্ক্রোনাইজ করা যাচ্ছে। এমনকি এগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকা সত্ত্বেও। নতুন ডিভাইসটি মূল ডিভাইসের সঙ্গে ‘রেজিস্টার্ড এজ কম্পেনিয়ন’ হিসেবে যুক্ত থাকবে। এটি আপাতত অ্যান্ড্রয়েড সংস্করণে কাজ করবে। আর আইওএসে কাজ করবে কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি সংবাদ মাধ্যমটি। তবে হোয়াটসঅ্যাপে ইতোমধ্যেই লিঙ্কড ডিভাইস নামে একটি ফিচার রয়েছে যার মাধ্যমে দ্বিতীয় একটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত হওয়া যায়। তবে সেটি অবশ্যই কম্পিউটার হতে হবে। এই ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয়েই রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us