সব আমলেই উপেক্ষিত তিন জোটের রূপরেখা

যুগান্তর প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১১:২০

রাষ্ট্রপতি এরশাদ ক্ষমতা ছেড়েছেন ১৯৯০ সালের ৬ ডিসেম্বর। ওই সময় সরকারবিরোধী আন্দোলনে প্রধানত তিনটি জোট ছিল। আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থিদের নেতৃত্বাধীন পৃথক ওই জোট তখন পরিচিতি পায় ‘তিন জোট’ হিসাবে। গণতান্ত্রিক আন্দোলন চলাকালে তিন জোট একটি রূপরেখা তৈরি করে।


পরবর্তী সরকারব্যবস্থা কেমন হবে-সেটাই ছিল রূপরেখার মূলকথা। সেই রূপরেখা সম্পর্কে দেশের নতুন প্রজন্মের বেশির ভাগই এখন জানে না। শুধু তা-ই নয়, রাজনীতিসচেতন মানুষের মধ্যেও অনেকে ওই রূপরেখার কথা ভুলে গেছেন। কারণ, রূপরেখায় বর্ণিত বেশির ভাগ অঙ্গীকার পরবর্তী সরকারগুলোর সময় মানা হয়নি। এ কারণে জনমনে সেটি ঢাকা পড়ে গেছে।


গণতন্ত্রে ফেরা, গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করাসহ অনেক দিকনির্দেশনা ছিল সেই রূপরেখায়। সেই মূল অঙ্গীকারের অনেকটাই এখন উপেক্ষিত। আন্দোলনে যুক্ত রাজনীতিকরা বলছেন, তিন জোটের রূপরেখা অনুযায়ী দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কারণেই সেই পথ রুদ্ধ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us