বোনাস যা পাইছি পরিবারের সবার জন্য কেনাকাটা করতে করতে শেষ। নিজের জন্য একটা টুপি আর আতর কিনতেছি শুধু । এমনটাই বলছিলেন বায়তুল মোকাররমে টুপি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আবদুস সামাদ।
আজ শুক্রবার রাজধানীর নিউমার্কেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা যায়, টুপি, আতর, তসবিহর দোকানগুলোতে উপচেপড়া ভিড় ৷ নতুন জামাকাপড়ের পাশাপাশি ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি আর আতর। তাই ঈদ প্রস্তুতির শেষ সময়টাতে এসে ভিড় বাড়ছে টুপি আর আতরের দোকানগুলোতে। যারা সামর্থ না থাকায় নতুন জামা কাপড় কিনতে পারেননি, তারাও চান নিদেনপক্ষে একটা নতুন টুপি কিনে নিতে। ধনবান থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষও টুপি কেনেন। বিক্রেতারা বলছেন, ‘এ জন্যই শেষ সময়ে টুপি আতরের দোকানে ভিড় বাড়ে।’