You have reached your daily news limit

Please log in to continue


পুরুষের ঈদ পোশাক

পুরুষের পোশাকে খুব একটা বৈচিত্র্য থাকে না। তবে ফ্যাশন হাউসগুলো কাপড়, রং, নকশা ও কাটে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করে প্রতিবছরই। ফ্যাশন হাউসগুলো পুরুষদের জন্য নিয়ে এসেছে হাফ হাতা শার্ট, টি-শার্ট, প্যান্ট, ফুল  হাতা শার্ট, জিনস, ডেনিম, চিনো, কটি, পাঞ্জাবি ইত্যাদি। এগুলোর রঙে, ভ্যালু অ্যাড মিডিয়ার ব্যবহারে, কাটে ও নকশায় নতুনত্ব এসেছে এবার বেশ খানিকটা।


রঙের প্রাধান্য 
হালকা ও গাঢ় দু ধরনের রঙেরই পোশাক এসেছে বাজারে। তবে আবহাওয়ার কারণে প্রাধান্য পাচ্ছে হালকা রং। সাদা, ধূসর, ঘিয়ে, ছাই, ক্রিম, পেস্ট রঙের দেখা মিলছে এবার। এর সঙ্গে আছে বিভিন্ন রঙের শেড ও মিশ্রণ নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন