মাইক্রোব্লগিং সাইট টুইটারের বিষয়বস্তুতে নিয়ন্ত্রণ রাখার ইচ্ছা রয়েছে ইলন মাস্কের। তবে ইউরোপিয় ইউনিয়নে (ইইউ) তার এ অভিপ্রায় পূরণ নাও হতে পারে। অন্যথায় তাকে বিপুল অঙ্কের জরিমানা ও নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
সম্প্রতি ইইউর একজন রেগুলেটন মাস্ককে সতর্ক করে বলেছেন তার মালিকানাধীন অবস্থায় টুইটারকে অবশ্যই নতুন ডিজিটাল আইন মেনে চলতে হবে। ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারনাল মার্কেটের কমিশনার থিয়েরি ব্রেটন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মাস্ককে নিশ্চিত করতে হবে যে উস্কানিমূলক বক্তব্য, বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়া প্রতিরোধে সম্পন্ন নতুন আইনটি টুইটার মেনে চলবে। টুইটার ক্রয়প্রস্তাবটি গ্রহণ করার পর ইলন মাস্ককে আইন বর্হিভুত এবং ক্ষতিকর বিষয়বস্তুগুলো নিয়ন্ত্রণের নীতিমালাগুলো অবশ্যই মেনে চলতে হবে। অন্যথায় সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বেন তিনি।