র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতও কাজ করছে কি না, সে প্রশ্নের জবাব দেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্নটি তাঁকে নয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে করার পরামর্শ দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের বক্তব্যের পর প্রশ্ন করতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের তো ইফতারের সময় হয়ে গেছে। ঠিক আছে, একটি প্রশ্ন করতে পারবেন।’
এরপর এস জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত সহায়তা করছে কি না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জবাব দেওয়ার আগে আব্দুল মোমেন বলেন, ‘এ নিয়ে আমরা কাজ করছি।’ তখন জয়শঙ্কর প্রশ্নকর্তাকে বলেন, ‘এই প্রশ্ন আপনি ড. মোমেনকেই করুন। আমাকে নয়।’