রোম ও পিসায় ঐতিহাসিক দালানে পর্যটকের ড্রোনের আঘাত

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৫:৪১

রোমের ঐতিহাসিক পালাজ্জো ভেনেজিয়ার ছাদে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রোন আঘাত হেনেছে।


মার্কিং সংবাদ সংস্থা সিএনএন এর প্রতিবেদন মতে, এ মাসে এটি ইতালিতে এ ধরনের ৩য় ঘটনা।


২৩ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে আর্জেন্টিনা থেকে আগত ৩৯ বছর বয়সী এক পর্যটক তার ড্রোনের নিয়ন্ত্রণ হারান। সে সময় তিনি সেন্ট্রাল পিয়াজ্জা ভেনেজিয়ায় ছিলেন। এ বিষয়টি ইতালির কারাবিনিয়েরি পুলিশ সিএনএনকে নিশ্চিত করেছে।


এই ১৫শ শতকের 'পালাজ্জো' বা প্রাসাদে তৎকালীন একনায়ক বেনিতো মুসোলিনী বেশ কিছু বিখ্যাত বক্তৃতা দেন।


কারাবিনিয়েরির ক্যাপ্টেন মাত্তেও আলবোরগেত্তি বলেন, 'তিনি সম্ভবত রোম ও ভ্যাটিকানের আকাশে ড্রোন ওড়ানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে জানতেন না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us