একজন শিশুর সুষ্ঠু ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য সুস্থ পারিবারিক পরিবেশের সঙ্গে প্রয়োজন কিছু সামাজিক উপাদান। চাই বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, প্রগতিশীল শিশু সংগঠন, চাই খেলার মাঠ, চাই পাঠাগার। এক সময় প্রতিটি পাড়ায় প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, ক্লাব, পাঠাগার দেখা যেত।
শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ অত্যন্ত প্রয়োজন। পরিকল্পিত সকল নগর পরিকল্পনায় কতগুলো ভবনের জন্য এলাকাভিত্তিক একটি খেলার মাঠ ও একটি জলাশয় রাখা হয়। খেলার মাঠে শিশুরা খেলাধুলা করে পাশাপাশি বড়দের সুস্থতার জন্য হাঁটার ব্যবস্থাও থাকে।