দেশের বেশিরভাগ অঞ্চল এখন বৃষ্টিহীন। ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়-বৃষ্টির এ প্রবণতা পরবর্তী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদের সময় ঢাকাসহ দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে ঝড়-বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আগামী ২৯ এপ্রিলের দিকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।’ আগামী সোম বা মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
ওই সময়ের আবহাওয়া কেমন থাকবে জানতে চাইলে শাহীনুর ইসলাম বলেন, ‘ঈদের সময়ের আবহাওয়া পূর্বাভাসটা এখনো আমার প্রস্তুত করিনি। দুদিনের মধ্যে প্রস্তুত করবো। তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারবো।’ তিনি বলেন, ‘বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত আপাতত তাপমাত্রা সেভাবে বাড়বে না। এখন যা আছে মোটামুটি এর এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়তো কম-বেশি হতে পারে।’ ‘২৮ এপ্রিল বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই।