কম খরচে, কম সময়ে, সহজে, ঝামেলামুক্তভাবে প্রকৃত উপকারভোগীর কাছে উপবৃত্তি, ভাতা বা অর্থ সহায়তা পৌঁছাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) মাধ্যম হিসেবে ব্যবহার করছে সরকার। এমএফএস সেবার মাধ্যমে ভাতা বিতরণ হওয়ায় উপকারভোগীরা দেশের যে কোনো প্রান্তে বসে মুহূর্তেই ভাতার টাকা তাদের মোবাইলে পেয়ে যাচ্ছেন।
সফলভাবে সরকারি সহায়তা, ভাতা, উপবৃত্তি বিতরণের এ কার্যকর পদ্ধতি সবার জন্য স্বস্তি নিয়ে এসেছে। তবে এর মধ্যেও কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্নভাবে ভাতাভোগীদের প্রতারিত করার চেষ্টা করেন। তবে এক্ষেত্রে গ্রাহকেরা সচেতন হলে অ্যাকাউন্ট ও প্রাপ্ত অর্থ দুটোই থাকবে নিরাপদ।