দেশের বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ জানানো আমাদের দেশের কতিপয় রাজনৈতিক দলের একটি নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের রাজনৈতিক সংকটে মধ্যস্থতা করার জন্য একাধিকবার বিদেশিদের ডেকে আনার নজির আমাদের আছে। দেশের অবস্থা নিয়ে বিদেশিদের কাছে বিরূপ মন্তব্য আর কোনো দেশের রাজনীতিবিদরা করেন কি না, আমি জানি না। তবে প্রতিবেশি দেশ ভারতে দেখা যায় জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে প্রায় সব রাজনৈতিক দল অভিন্ন অবস্থান নিয়ে থাকে।
অভ্যন্তরীণ বিষয়ে মতবিরোধ ও ঝগড়াঝাটি থাকলেও অন্য দেশে গিয়ে কোনো দলই এমন কিছু করে না বা বলে না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমন কি বিদেশি কূটনীতিকদের সঙ্গে দহরমমহরমের বিষয়টিও অন্য দেশে দৃষ্টিকটূভাবে দৃশ্যমান নয়। সব কিছুতেই ব্যতিক্রম থাকাই বুঝি আমাদের বৈশিষ্ট্য। তাই নিজেদের ঝগড়া মেটানোর জন্য অন্যদের কাছে ধরনা দিতে আমাদের কোনো গ্লানি বা লজ্জা নেই।