চলতি বছর ৮৩ লাখের মতো মানুষ ইউক্রেইন ছেড়ে পালাতে পারে বলে ধারণা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
মঙ্গলবার সংস্থাটির এক মুখপাত্র তাদের এ সংক্রান্ত আগের ধারণা বদলে শরণার্থীর সংখ্যা নিয়ে নতুন এ ধারণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘের এক সংবাদ ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টো বলেন, গত দুই মাসে ইউক্রেইনের এক কোটি ২৭ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে; এর মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ৭৭ লাখ, আর ৫০ লাখের বেশি মানুষ সীমান্ত অতিক্রম করেছে।