দুই ফেরি নষ্ট, চাপ বেড়েছে দৌলতদিয়ায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৫:৪৯

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন মোট ১০ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। এ সিদ্ধান্তে দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। এছাড়া আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ১৯টি ফেরির মধ্যে দুটি ফেরি বিকল হয়ে পড়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে পারাপারের অপেক্ষায় থাকা কয়েকশ’ যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে। প্রচণ্ড গরম, তীব্র তাপদাহে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক, যাত্রী ও সহযোগীদের।


মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সরেজমিনে ঘাট এলাকায় দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত যানবাহনের দীর্ঘ লম্বা লাইন তৈরি হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার লম্বা লাইনে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের গাড়ি আছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us