বরখাস্ত হলে টুইটার সিইও পাবেন ৪ কোটি ২০ লাখ ডলার

আজকের পত্রিকা প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১৩:৩১

৪ হাজার ৪০০ কোটি ডলারে ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এতে টুইটারের মালিকানা পেতে যাচ্ছেন টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। আর এ খবর প্রকাশিত হওয়ার পর টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল বলেছেন, ‘ইলন মাস্কের হাতে টুইটার চলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’ 


টুইটার সিইওর এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ইলন মাস্ক টুইটার কেনার পর যদি পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন, তবে কত টাকা পাবেন তিনি? মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার জানিয়েছে, টুইটার সিইও বরখাস্ত হলে ৪ কোটি ২০ লাখ ডলার পাবেন। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


গতকাল সোমবার ইকুইলারের একজন মুখপাত্র বলেছেন, ‘ইকুইলার অনুমান করছে যে এই অর্থ আগরওয়ালের এক বছরের মূল বেতনের সমান হবে।’ ইকুইলারের এই অনুমান সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি টুইটারের কোনো প্রতিনিধি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us