তরুণদের মাঝে কমেছে বাইডেনের গ্রহণযোগ্যতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ১৯:৫৬

চাকরির কার্যক্রমের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গ্রহণযোগ্যতা দেশটির তরুণদের কাছে কমেছে। হার্ভার্ড ইনস্টিটিউট অব পলিটিক্সের নতুন এক জরিপে দেখা গেছে ৪১ শতাংশ তরুণ মনে করেন বাইডেন এ বিষয়ে সঠিক পথে রয়েছেন। দেশটির ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ওপর এ জরিপ চালানো হয়। জানা গেছে, ২০২১ সালের শরতে এই হার ছিল ৪৬ শতাংশ।


অন্যদিকে বসন্ত ঋতুতে এই হার ছিল ৫৯ শতাংশ। অর্থাৎ তরুণদের মাঝে বাইডেনের গ্রহণযোগ্যতা ক্রমাগতভাবে কমেছে। সম্প্রতি পরিচালিত কয়েকটি জরিপে এমন প্রবণতা দেখা গেছে। এর আগে ২০১৮ সালে একই ধরনের জরিপের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ২৫ শতাংশ তরুণ সমর্থন জানায়। ঠিক ১২ বছর আগে একইভাবে বারাক ওবামার প্রতি সমর্থন ছিল ৫৬ শতাংশের।


এদিকে প্রাপ্তবয়স্করা করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে বাইডেনের প্রশংসা করেছেন। তাদের মধ্যে ৫২ শতাংশ মনে করেন বাইডেন মহামারি নিয়ন্ত্রণে ভালো কাজ করেছেন। তাছাড়া ৪৬ শতাংশ মনে করেন ইউক্রেন ইস্যুতে তিনি যথাযথ পদক্ষেপ নিয়েছেন। তবে ৩৪ শতাংশ মনে করেন অর্থনীতি পুনরুদ্ধারে বাইডেন সঠিক ব্যবস্থা নিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us