আলুর ন্যায্য দাম নিশ্চিত করাসহ বিদেশে রপ্তানির দাবি জানিয়েছে রংপুরের আলুচাষিরা। দাবি আদায়ে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ জানান তারা। এ সময় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রংপুর মহানগরীর মাহিগঞ্জ সাতমাথা মহাসড়কে এই কর্মসূচি পালন করে চাষিরা।
এ সময় প্রায় পৌনে এক ঘণ্টা সড়কে আলু ফেলে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান চাষিরা। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।