You have reached your daily news limit

Please log in to continue


সিনেমা নিয়ে নওয়াজের আক্ষেপ

আরআরআর, কেজিএফের মতো বড় বাজেটের সিনেমাকে উপহাস করলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তাঁর মতে, চটকদার এই সিনেমাগুলো প্রকৃত সিনেমা নয়। এই সিনেমাগুলো শুধু বিস্ময়ের সৃষ্টি করে আর চমক আনে। এগুলো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স ছাড়া কিছুই না।


বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘করোনার লকডাউনের সময় মানুষ ওয়ার্ল্ড ফিল্ম দেখেছে। ভেবেছিলাম তাঁদের স্বাদ হয়তো বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে, তাতে মনে হচ্ছে তেল আনতে দক্ষতা ফুরিয়েছে। সবাইকে শুধু অতিমাত্রায় বিনোদন দাও, তাতেই সিনেমা হিট হবে। কম বাজেটের সিনেমা মুক্তি দেওয়াই অসম্ভব হয়ে পড়েছে। বড় বাজেটের সিনেমা দেখে সবাই অবাক হচ্ছে। পানিতে প্লেন চলছে, মাছ আকাশে উড়ছে। এগুলো হলো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই! ভাগ্য ভালো, ওটিটির কারণে আমরা এখনো কিছু ভালো সিনেমা দেখতে পারছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন