গণমাধ্যম, পোশাক ও বেসরকারি কর্মীদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

এনটিভি প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ১৪:০০

২৭ রমজানের আগেই গণমাধ্যম, তৈরি-পোশাক ও বেসরকারি খাতের কর্মীদের বেতন-বোনাসসহ বকেয়া সব পাওনা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘ঈদের আনন্দ যেন কারও কাছে অধরা না থাকে।’


ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর কাউন্সিল হলে আজ রোববার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান জিএম কাদের।


এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আমরা জানতে পেরেছি, অনেকগুলো গণমাধ্যমে বেশ কয়েক মাসের বেতন বকেয়া আছে। সেখানে কর্মরত সাংবাদিক ও স্টাফরা পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুঃখ-কষ্টে আছেন।’


জিএম কাদের আরও বলেন, ‘তৈরি পোশাক খাতের লাখ লাখ শ্রমিক ঈদে নাড়ির টানে বাড়ি ফেরেন। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে ছুটে যান। তাই, গার্মেন্টস শ্রমিক ও বেসরকারি সব খাতে কর্মরতদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা জরুরি হয়ে পড়েছে।’


জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘দেশের রপ্তানি আয় সচল রাখেন যে শ্রমিকেরা, তাঁরাই সবচেয়ে কম বেতনে চাকরি করেন। অথচ পোশাকশিল্প মালিকেরা দরিদ্র শ্রমিকদের বেতন বকেয়া রাখেন।’ তাই, ২৭ রমজানের আগেই সবার পাওনা পরিশোধ করতে অনুরোধ জানান তিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us