গানে গানে বরেণ্য শিল্পীদের স্মরণ

সমকাল প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ১২:৪৪

গানের ভুবন থেকে বিদায় নেওয়া সাত বরেণ্য শিল্পী ও সংগীত স্রষ্টাকে শ্রদ্ধা জানাতে নির্মিত হলো সংগীতানুষ্ঠান 'নক্ষত্রের গান'।


বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কণ্ঠশিল্পী শাহনাজ রহমত উল্লাহ, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, লাকী আখান্দ ও খালিদ হাসান মিলুর কালজয়ী কিছু গান নিয়ে ধারাবাহিক এ আয়োজন সাজানো হয়েছে। তাদের স্মরণে গানগুলো নতুন করে গেয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী অপু, বৃষ্টি, সোহেল মেহেদী, হৈমন্তী রক্ষিত, রাজিব, রন্টি, আরিফ, নদী, রাশেদ, প্রিয়াংকা, মুহিন, ঝিলিক, সাব্বির ও প্রমি। 


অনুষ্ঠানের পর্বগুলো উপস্থাপনা করেছেন সারা, সুমি, রাফসান সাবার, আলিফ চৌধুরী, তাসনুভা মোহনা, ইভান সাইর এবং ইসমত জেরিন চৈতি। আসছে ঈদে অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে ধারাবাহিকভাবে প্রচার হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us