গানের ভুবন থেকে বিদায় নেওয়া সাত বরেণ্য শিল্পী ও সংগীত স্রষ্টাকে শ্রদ্ধা জানাতে নির্মিত হলো সংগীতানুষ্ঠান 'নক্ষত্রের গান'।
বরেণ্য সুরকার আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কণ্ঠশিল্পী শাহনাজ রহমত উল্লাহ, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, লাকী আখান্দ ও খালিদ হাসান মিলুর কালজয়ী কিছু গান নিয়ে ধারাবাহিক এ আয়োজন সাজানো হয়েছে। তাদের স্মরণে গানগুলো নতুন করে গেয়েছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী অপু, বৃষ্টি, সোহেল মেহেদী, হৈমন্তী রক্ষিত, রাজিব, রন্টি, আরিফ, নদী, রাশেদ, প্রিয়াংকা, মুহিন, ঝিলিক, সাব্বির ও প্রমি।
অনুষ্ঠানের পর্বগুলো উপস্থাপনা করেছেন সারা, সুমি, রাফসান সাবার, আলিফ চৌধুরী, তাসনুভা মোহনা, ইভান সাইর এবং ইসমত জেরিন চৈতি। আসছে ঈদে অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে ধারাবাহিকভাবে প্রচার হবে।