বরফজমা পানির ২৯৫ ফুট নিচে সাঁতার

প্রথম আলো প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ০৯:২৬

দক্ষিণ আফ্রিকার বাসিন্দা আম্বার ফিলারি। সাঁতারু হিসেব পরিচিত এ নারী। সম্প্রতি বিশ্ব রেকর্ডের খাতায় নাম উঠেছে তাঁর। বরফজমা হ্রদের পানির প্রায় ৩০০ ফুট গভীরে সাঁতার কেটেছেন তিনি। এর মধ্য দিয়ে নিজের গড়া আগের রেকর্ড ভেঙেছেন আম্বার।


মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, আম্বার নতুন রেকর্ড গড়তে সম্প্রতি নরওয়ের কংসবার্গে পানিতে নামেন। এ সময় তিনি বরফজমা পানির ২৯৫ ফুট ৩ ইঞ্চি গভীরে নেমে সাঁতার কাটেন। ওই হিমশীতল পানিতে সাঁতার কাটার সময় আম্বারের পরনে ডুবুরিদের পোশাকও ছিল না।


এই কীর্তি আম্বারের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় উঠিয়েছে। গিনেস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, আম্বারের আগে আর কেউ পানির এতটা তলে গিয়ে সাঁতার কাটেননি।


তবে বিশ্ব রেকর্ডের খাতায় আম্বারের নাম ওঠানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে পানির ২২৯ ফুট ৭ দশমিক ৯ ইঞ্চি গভীরে নেমে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। এবার নিজের সেই রেকর্ড নিজেই ভেঙেছেন আম্বার। সেবারও নরওয়ের ওপসজোতে সাঁতারের জন্য পানিতে নেমেছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us