থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করছে গুগল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১৯:১৮

গুগল প্লে স্টোরে নতুন পলিসি আসছে; যা কার্যকর হবে মে মাসের ১১ তারিখে। নতুন এই পলিসিতে থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপকে নিষিদ্ধ করা হবে। এমনটাই জানানো হয়েছে নাইনটুফাইভগুগলে। সম্প্রতি এসব অ্যাপ ব্যবহার হচ্ছে মূলত নির্দিষ্ট প্রতিবন্ধীদের জন্য অ্যাকসিসিবিলিটি এপিআই ব্যবহার করে।


পলিসিতে জানানো হয়েছে, কোর ফাংশন সমৃদ্ধ অ্যাপগুলো প্রতিবন্ধীদের সরাসরি সহযোগিতার জন্য অ্যাকসিসিবিলিটি টুলে অনুমোদন দেওয়া হয়েছে। যেসব অ্যাপে এই টুলের অনুমোদন নেই, সেগুলোর অনেক ফাংশনই ব্যবহার করতে পারবেন। আর অ্যাকসিসিবিলিটি এপিআইকে কল রেকর্ডিংয়ের অনুমোদন দিয়ে ডিজাইন করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us