বদির আ’লীগ নেতা পেটানোর ঘটনায় নিন্দা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১২:৪১

উখিয়া-টেকনাফের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি কর্তৃক আওয়ামী লীগ নেতা পেটানোর ঘটনায় নিন্দা জানিয়েছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ। সেইসঙ্গে ঊর্ধ্বতন দলের কাছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও আবেদন জানানো হয়।


টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী এ তথ্য জানিয়েছেন।


শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ উপজেলা হলরুমে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগ নেতাদের পেটানোর ঘটনায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগ শনিবার (২৩ এপ্রিল) বিকেলে সভা আয়োজন করে নিন্দা জানায়।


শনিবার বিকেল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার মিল্কি রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহিদ হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান বক্তব্য রাখলেও আগের দিন আবদুর রহমান বদি কর্তৃক আওয়ামী লীগ নেতা পেটানোর ঘটনায় কোনো কথা বলেননি তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us