একজন সাধারণ নাগরিকের দৃষ্টিতে যাকাত

কালের কণ্ঠ মোফাজ্জল করিম প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০৯:৫৩

শুরুতেই বলে নেওয়া ভালো, আমি কোনো ইসলামী চিন্তাবিদ নই। আর ইসলামী কেন, নিজেকে কোনো বিষয়েই কোনো চিন্তাবিদ মনে করি না আমি। আমি একজন সাধারণ মানুষ। বিভিন্ন বিষয়ে একজন সাধারণ মানুষের উপলব্ধি থেকে কথা বলি, ব্যস্, ওই পর্যন্তই।


এতে পাণ্ডিত্য, গবেষণা ইত্যাদি যদি কেউ খুঁজতে যান তাহলে নিশ্চয়ই হতাশ হবেন।


এখন রমজান মাস। ইসলামের বিভিন্ন অনুশাসন নিয়ে আলাপ-আলোচনা এই মাসে বোধগম্য কারণেই একটু বেশি হয়ে থাকে। বিশেষ করে প্রতি শুক্রবার জুম্মার নামাযের খুত্বা ও প্রতি রাত্রে তারাবিহর নামাযের সময় বিজ্ঞ আলেমরা সুললিত ভাষায় নামায, রোজা, যাকাত (আরবি উচ্চারণগত কারণে যাকাত বানানটি অন্তস্থ য দিয়ে হওয়া উচিত, প্রচলিত বর্গীয় জ দিয়ে নয়। যেমন—নামায, নামাজ নয়। ) ইত্যাদি বিষয়ে হৃদয়গ্রাহী আলোচনা করে থাকেন। অন্য সব ইবাদত ব্যক্তিগত ব্যাপার হলেও (যেমন—নামায, রোজা, হজ্ব) যাকাতের একটি বড় রকম সামাজিক সংশ্লেষ আছে। কারণ যাকাতের অর্থের প্রাপক হচ্ছে সমাজের হতদরিদ্র মানুষ, যাদের অনেকেই হয়তো যাকাত প্রদানকারীর আত্মীয়স্বজন বা পাড়া-প্রতিবেশী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us