হলুদ, ভেষজ উপাদান, বেসন ইত্যাদি দিয়ে তৈরি উপটান ত্বকের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি উজ্জ্বলতা বাড়াতে ভূমিকা রাখে।
আধুনিক প্রসাধনী সামগ্রীর ভীড়ে উপটানের কথা হারিয়ে যাচ্ছে বললেই চলে। অথচ প্রাচীনকাল থেকেই উপটান রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন ভেষজ উপাদান, হলুদ, বেসন ও বাদামের গুঁড়া মিশিয়ে তৈরি করা হত এই রূপচর্চার পণ্য।
পানিতে গুলে পেস্ট তৈরি করে মুখে সাধারণভাবে মালিশ করে শুকানো পর্যন্ত অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেললেই ত্বকে আসে স্বাভাবিক লাবণ্য।