বাংলাদেশে তৃতীয় পক্ষ ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসাইন। আজ বুধবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কবাংলাদেশে সনাতন ধর্মের অনুষ্ঠানের সময়ে হামলার বিষয়ে জানতে চাইলে রাশেদ হোসাইন বলেন, ‘আমাদের এ বিষয়ে বেশ উদ্বেগ রয়েছে। আমরা এ বিষয়ে সরকারের থেকে শক্ত বিবৃতি দেখতে চাই। আমি সকালে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের (সনাতন ধর্মীয়দের) নিজেদের পর্যবেক্ষণ হচ্ছে বাংলাদেশ হিন্দু ও মুসলিম একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এ পরিস্থিতিতে বাইরে থেকে কিছু মানুষ এসে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ মানুষগুলোকে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না। আমাদের শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করতে হবে।’