পুলিশের আশ্বাসে গাংনীতে সাংসদের হরতাল ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলো প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ২১:০৪

মেহেরপুরের গাংনীতে মেহেরপুর–২ আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামানের ঘোষিত হরতাল ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা শহরে সাংসদের বাড়িতে সংবাদ সম্মেলন করে সাহিদুজ্জামান এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সাংসদ সাহিদুজ্জামানের সঙ্গে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে সাহিদুজ্জামান বলেন, উপজেলা যুবলীগের সভাপতি মোসারফ হোসেন গাংনীতে সন্ত্রাস করতে চাচ্ছেন। তাঁর কার্যালয়ে নেতা–কর্মীরা অস্ত্র নিয়ে অবস্থান করেন। বিভিন্ন সময় তাঁরা মানুষকে ভয়ভীতি দেখিয়ে একটি অশান্তির সমাজ তৈরি করতে চাচ্ছেন। আজ বিকেলে উপজেলা আওয়ামী লীগ উপজেলার সর্বস্তরের জনগণ নিয়ে মোসারফের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। তবে রমজান মাসে মানুষের ভোগান্তি ও পুলিশের আশ্বাসের কারণে কর্মসূচি প্রত্যাহার করা হয়। পুলিশ মোসারফের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে আবার নতুন কর্মসূচি নিয়ে উপজেলা আওয়ামী লীগ রাজপথে সক্রিয় থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us