You have reached your daily news limit

Please log in to continue


সাভারে আট লেনের কাজ আর যানজট ভোগাবে ঘরমুখোদের

ঈদ এখনও আসেনি; তবু ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভারের অংশে প্রতিটি রাস্তা ও শাখা-সড়কে যানবাহনের চাপ ও তীব্র যানজট দেখা যাচ্ছে। এখনি কার্যকর উদ্যোগ না নিলে এখানে ঘরমুখো মানুষকে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যানবাহন চালকরা। 

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত চার লেনের রাস্তাকে আট লেনে উন্নীত করার কাজ চলছে। এর মধ্যে এখন আমিনবাজার থেকে সাভার পর্যন্ত আট লেনের কাজ চলছে। আর সাভার থেকে নবীনগর পর্যন্ত চলছে রাস্তা প্রশস্তকরণের কাজ। 

সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভার উপজেলার জিরানী বাসস্ট্যান্ড, বাইপাইল, জিরাব, আশুলিয়া বাজার এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, গেন্ডা সড়ক সরজমিনে এই চিত্র দেখা গেছে। এসব রাস্তা ও আশপাশের সড়কেও দিনভর যানজট সৃষ্টি হয়। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন