মঙ্গলে ভিনগ্রহীদের পায়ের ছাপ! ছবি দেখাল NASA, উত্তাল নেটদুনিয়া!!

এইসময় (ভারত) প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১৬:৩৫

Viral ভিনগ্রহীদের পায়ের ছাপ। সম্প্রতি NASA একটি ছবি শেয়ার করেছে। NASA তাদের অফিসিয়াল ইন্সটাগ্রামের প্রোফাইল থেকে শেয়ার করেছে ভাইরাল হওয়া সেই ছবি। NASA যে ছবি শেয়ার করেছে, সেটি হল মঙ্গল গ্রহের ছবি। সেখানেই দেখা মিলেছে ভিনগ্রহীদের পায়ের ছাপ। NASA জানিয়েছে যে, তারা এই ছবি তুলেছে স্পেস এজেন্সি মঙ্গল রিকনেসান্স অরবিটারে উচ্চ রেজোলিউশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (HiRISE) ব্যবহার করে। তাদের শেয়ার করা এই ছবি নিয়েই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।


NASA মঙ্গল গ্রহের সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই, ভিনগ্রহীদের নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কারণ NASA অনেকদিন ধরেই এদের নিয়ে কাজ করে চলেছেন। এবার তাদের ক্যামেরায় ধরা পড়েছে ভিনগ্রহীদের পায়ের ছাপ। NASA ইন্সটাগ্রামে ভাইরাল সেই ছবি পোস্ট করে লিখেছে যে, যে একটি বৃহত্তর গর্ত একটি দ্বিতীয় পাথুরে অববাহিকার মধ্যে বসে রয়েছে। একে সাধারণত "বায়ুযুক্ত গর্ত" বলা হয়ে থাকে। কিন্তু, NASA'র তরফে এখনও জানানো হয়নি যে, সেটি ভিনগ্রহীদের পায়ের ছাপ কিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us