যেসব দেশে অর্থনৈতিক অসমতা বৃদ্ধির সুযোগ দেওয়া হয়েছে, সেই সব দেশের নাগরিকের সুখ কমেছে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদন থেকে এই তথ্য মিলেছে।
এই প্রতিবেদনের মধ্য দিয়ে পুরোনো এক ধারণার অবসান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এত দিন ধারণা ছিল, অসমতার সঙ্গে মানুষের সুখের স্তর বা মানুষ কতটা সুখী, তার সম্পর্ক নির্ণয়ের প্রচেষ্টা অপ্রাসঙ্গিক। এই সমীক্ষায় জানা গেল, মানুষ কতটা সুখী, তার সঙ্গে অর্থনৈতিক অসমতার সম্পর্ক আছে। ৭৮টি দেশের ওপর চার দশকব্যাপী এই জরিপ পরিচালনা করা হয়েছে।
যুক্তরাজ্যের লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড বার্টম্যান মনে করেন, যখন অসমতা বৃদ্ধি পায়, তখন উচ্চ আয়ের মানুষেরা তেমন একটা লাভবান হন না। বরং ধনী ব্যক্তিরা তাঁদের চেয়ে যাঁরা আরও বেশি ধনী, তাঁদের সঙ্গে নিজেদের তুলনা করেন। এতে স্বাভাবিকভাবেই মনে হয়, তাঁদের হাতে কখনোই পর্যাপ্ত অর্থ ছিল না।